টুডে নিউজ সার্ভিসঃ গরু পাচার মামলায় ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। গত সপ্তাহে বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তাঁর সম্পত্তির নথিপত্র ঘেঁটে তৃণমূল নেতা তথা জেলা সভাপতির মেয়ে অর্থাৎ সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তির হদিশ পায় সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার একাধিক জয়েন্ট অ্যাকাউন্ট সহ বেশ কিছু যৌথ সম্পত্তি থাকারও প্রমাণ পেয়েছে সিবিআই।
পাশাপাশি গরুপাচার সংক্রান্ত কোনো লেনদেন অনুব্রত ও সুকন্যার জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন জেরা করে সুকন্যার সম্পত্তির উৎস, আয় ব্যয়ের হিসেবও জানার চেষ্টা করতে পারে সিবিআই। তাই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার মুখোমুখি বসতে বোলপুরের বাড়িতে বুধবার সকালেই হাজির হতে পারেন সিবিআই গোয়েন্দারা।
বিরোধীদের দাবি, অনুব্রত অর্থাৎ কেষ্টর মতো তাঁর কন্যাও এবার গ্রেফতার হবেন।