Breaking News

অকাল ঝড় বৃষ্টিতে বড় ক্ষতির মুখে চাষিরা

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া, বড় গোবিন্দপুর, দশরথবাটি, করিশুণ্ডা, ফতেপুর, আকুই শাসপুর ইন্দাস, পলাশী, চাঁদগ্রাম, বামনিয়া, দীঘলগ্রাম, বক্তার পুর, মঙ্গলপুর, খরশী, রোল, সংসার সহ ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুক্রবার শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি, দোসর হিসেবে সাথে আছে ঝড়ো হওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় পশ্চিমী ঝঞ্ঝার এই অকাল বৃষ্টি।

এই অকাল ঝড় বৃষ্টিতে আলু সহ শীতকালীন সবজি চাষের যে প্রচন্ড ক্ষতির সম্ভাবনা আছে সে কথায় বলছে চাষী মহল। 

About Burdwan Today

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *