আশিস কুমার ঘোষ, হুগলিঃ পরশের উদ্যোগে গ্রামের প্রত্যন্ত মহিলাদের দেয়া হলো স্যানিটারি ন্যাপকিন। এদিন তারকেশ্বর বিধানসভার বালিগোড়ী অঞ্চলের বল্লভীপুর এলাকায় তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন পরশ-এর উদ্যোগে সেখানকার দুস্থ মহিলাদের দেয়া হলো এই স্যানিটারী ন্যাপকিন। উপস্থিত ছিলেন পরশের সম্পাদক শম্পা ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন আনুমানিক ৫০ জন মহিলাদের হাতে এই সমাগ্রী তুলে দেয় সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে শম্পা ঘোষ জানান যে, বয় সন্ধি সময়ে মেয়েদের যে সমস্যা সে বিষয়ে শহরের মেয়েরা সচেতন থাকলেও গ্রামের মেয়েরা সেইভাবে সচেতন হয়ে থাকতে পারে না এবং কিছুটা আর্থিক সমস্যা কারণে অনেক সময় এই সামগ্রী তারা ব্যবহার করতে পারেনা। তাই তাদেরকে সচেতন করতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমাদের সংগঠনের পথ চলা শুরু। আগামী দিনেও এলাকার অন্যান্য গ্রাম গুলিতে আমরা যাবো বলে তিনি জানান।