দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা আমন ধান অজানা রোগে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছিল। এছাড়াও অকাল নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টির জেরে নষ্ট হয়েছিল বর্ষাকালীন আমন ধান, টানা বৃষ্টির জেরে মাঠের ধান মাঠেই পরে থেকে অঙ্কুর বের হয়েছিল। যে টুকু ধান মাঠে ছিল তা কৃষকরা সঠিক সময়ের মধ্যে ঘরের লক্ষ্মীকে বাড়িতে এনে তাকে ঝাড়াই করে বস্তাবন্দি করতে নাকানি – চপানি খেতে হয়।
অপরদিকে পাকা ধান জলা জমিতে পরে থাকার জন্য ধানের গায়ে কালো দাগ পড়ে যাওয়াতে সেই ধানকে স্থানীয় মার্কেটে বিক্রি করতে হয়েছিল প্রায় অর্ধেক মূল্যে। সবমিলিয়ে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বাঁকুড়া জেলার ইন্দাস থানার কৃষকদের। এবার লাভের আশায় বাঁকুড়ার ইন্দাসের ব্লকের চাষিরা বোরো ধান চাষে মন দেয় এবং বোরো ধান ব্যাপক ফলন হওয়ায় কৃষকমহলে খুশির হাওয়া লক্ষ্য করা গেল। তবুও আতঙ্ক থেকেই যাচ্ছে চাষিদের মনে – “ঘরের লক্ষ্মী ঘরে উঠবে তো?” আগের আমন ধান চাষের যে আর্থিক ক্ষতিটা হয়েছিল, তা যদি এই বোরো ধানের চাষ থেকে কিছুটা উসুল হয় তবে অনেকটাই খরচের হাত থেকে রেহাই পাবে বাঁকুড়ার চাষিরা।
Social