Breaking News

    সন্তোষপুরে ৩০০ বছরের কালীপুজো

     

    মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ  সারা বাংলা জুড়ে শক্তির আরাধনায় ব্যস্ত সাধারণ মানুষ তেমনি আমাদের ক্যামেরার সামনে ফুটে উঠল প্রত্যন্ত গ্রাম ইলামবাজার ব্লকের সন্তোষপুরে ৩০০ বছরের মা কালী প্রতিমা। দিলীপ মেটে, স্বপন মেটে ও মুক্তিপদ মেটে এই মেটে পরিবার থেকে সাধারণত এই পুজোর খরচ বহন করেন। তবে গ্রামের সাধারণ মানুষও সহযোগিতা করেন এই পুজোয়। এলাকায় শ্যামা মায়ের কালীপুজো নামে প্রসিদ্ধ এই পুজো। 

    অজয় নদীর তীরবর্তী এই সন্তোষপুর গ্রামে এই ধরনের এক ঐতিহ্যবাহী প্রাচীন পুজো যেন এলাকাবাসীর মন জয় করেছে। এছাড়াও আমাদের দেখা গেল কবি জয়দেব পুণ্যধামে হাটতলা মায়ের কালীপুজো। এই কালীপুজো হাটতলা মায়ের পুজো নামে এলাকায় প্রসিদ্ধ। এই পুজোয় কমবেশি ১০ হাজার ভক্তকে ভোগ বিতরণ করে থাকেন এবং প্রশাসনের কড়া নিরাপত্তায় ভোগ বিতরণ হয়ে থাকে। 

    About Burdwan Today

    Check Also

    সাইবেরিয়ায় কুংফু কন্যা! ‘ওয়ার্ল্ড স্কুল গেমস’-এ ব্রোঞ্জ জিতে নজরে ঈধা

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে বাংলার মেয়ের উজ্জ্বল উপস্থিতি। রাশিয়ার সাইবেরিয়ায় আয়োজিত “ওয়ার্ল্ড স্কুল …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *