বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ প্রথম বিবাহ বার্ষিকীতে চাঁদে জমি কিনে দিলেন স্বামী । ভাবছেন তাও আবার সম্ভব নাকি! চাঁদ ধরে দিতে না পারলেও, নদীয়ার রানাঘাটের এক স্বামী তার স্ত্রীকে বিবাহবার্ষিকীতে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন, তাও আবার রীতিমতো বৈধ কাগজপত্র সহ। এমনই চমকপ্রদক অভিনব ঘটনাটি ঘটিয়েছেন রানাঘাট দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার। তার প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অনুরুমা প্রামানিক সাধুখাঁ-কে এমনই চমক দিয়ে প্রথম বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন। প্রদীপন পেশায় পশ্চিমবঙ্গ বীরভূম নলহাটি গ্রামীন ব্যাংকে কর্মরত। বিবাহবার্ষিকী স্ত্রীকে চমক স্বামীর। আমেরিকার একটি সংস্থার কাছ থেকে ৪৫.৫ ডলারের বিনিময় এক একর চাঁদে জমি কিনেছেন। ইতিমধ্যে তার জমি কেনার পরিমান পরিধি সবকিছু স্যাটেলাইটের তোলা ছবি নথিপত্র সংস্থার তরফে পাঠানো হয়েছে। অবশেষে এসেছে কাগজপত্র।
এমন উপহার পেয়ে খুশি তার স্ত্রী তিনি বলেন, এমন উপহার পেয়ে খুশি। তবে লাখ টাকার প্রশ্ন, জমি তো হলো, কিন্তু সেখানে পৌঁছাবেন কি করে? পরিবারের বক্তব্য বিজ্ঞানের উপর ভরসা আছে, যেটা বিগত দিনের গল্প ছিল আজ তা সত্যি আর আজকের অসম্ভব হয়তো আগামী প্রজন্মের কাছে হয়ে উঠবে সহজ-সরল।
Social