দীপক মুখার্জি, সিউড়িঃ সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে বীরভূম জেলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়। মূলত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে এই পথসভার আয়োজন হয়। লাগাতার যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের তারই প্রতিবাদে এদিনের সভার আয়োজন। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি অভয় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিবেকানন্দ সাও এবং অন্যান্য নেতা, নেতৃবর্গ।
লাগাতার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে সে কথা বিবেকানন্দ সাও তুলে ধরেন। শুধু তাই নয় কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি সাম্প্রদায়িক সরকার বলে দাবি করেন এবং যত শীঘ্রই সম্ভব এই মূল্যবৃদ্ধি রোধ করার দাবি জানান। তিনি আরও বলেন শুধু বাংলা নয় এভাবে মূল্যবৃদ্ধি হলে সারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে মেতে উঠবে জাতীয় কংগ্রেস।