পাপু লোহার, দুর্গাপুরঃ রবিবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসব পালিত হল দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে। এদিন বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয় দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের।
এদিন অনুষ্ঠান মঞ্চে এসে আইন মন্ত্রী মলয় ঘটক বলেন ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাইটার্স বিল্ডিং-এর মুখ্যমন্ত্রীর অফিসের পাশে আইন মন্ত্রীর অফিস তৈরি করেন। সেখানে আইন মন্ত্রী হিসেবে মলয় ঘটক দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী আইনমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আইনজীবীদের জন্য কি করা যায়। আইনজীবী সুবিধার্তে তাই দুর্গাপুরে নতুন আদালত ভবনটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনজীবীদের সংখ্যা বাড়ছে তার সাথে প্রয়োজন নতুন আদালতের। সেই কারণে তিনি বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেন যদি নতুন আদালত ভবনের প্রয়োজন থাকে বা আইনজীবীদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত সমস্যা তাকে জানালে তিনি সর্বদা আইনজীবিদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।