টুডে নিউজ সার্ভিস, দক্ষিণ ২৪ পরগণাঃ চাকরি দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণার সাগরের তৃণমূল শিক্ষা সেলের ব্লক সভাপতি। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই সেই টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন। চাপের মুখে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ওই তৃণমূল নেতা। মৃতের নাম হারাধন দাস, বাড়ি সাগর রুদ্রনগর পশ্চিমপাড়া এলাকায়। তিনি বিন্দপুর প্রাথমিক স্কুলের শিক্ষকতা করতেন।
এদিন সকালে বাড়ির কাছে জঙ্গলে হারাধনে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।