মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপন হল বীরভূমের জয়দেব কেন্দুলীতে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর অর্থাৎ আজকের এই অভিশপ্ত দিনে নিজস্ব নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যুবরণ করেছিলেন কিংবদন্তি প্রধানমন্ত্রী তথা ভারতের রাজনীতিতে জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী। এই দিনটি ভারতবাসীর কাছে একটি কালো দিন হিসেবে চিহ্নিত রয়েছে। স্বজনহারা বিয়োগের মতো আজকের দিনটিতে ভারতবর্ষের প্রতিনিধি মানুষের মনকে কাঁদায়। তারই স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্য নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কবি জয়দেব পূণ্য ধামে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে একটি সভা করা হয়।
উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কমিটির প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস মুখার্জি উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী সুভাষ কবিরাজ, ইলামবাজার ব্লক প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল মতিন সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। প্রত্যেককেই এদিন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আগামী দিনে ইন্দিরা গান্ধীর আদর্শে আদর্শিত হয়ে পথনির্দেশনা দেন প্রত্যেককেই। কিংবদন্তি প্রধানমন্ত্রীর মৃত্যুর বার্ষিকীতে নীরবতা পালন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়।
Social