সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ ২০১৭ সালে তৈরি সংগঠন নাম হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতি। এই যে সংগঠন হিন্দুস্থান ক্যাবলস কারখানা বন্ধ হয়ে যাবার পর কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এই সংগঠন কারাখানার শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা যেমন অবিলম্বে বকেয়া প্ৰদান, নতুন শিল্প, পুনর্বাসন সহ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্থান কেবলস কারখানার সামনে ২০১৭সাল থেকে এই সংগঠন গঠিত হয় তারা এই শ্রমিকদের বিভিন্ন যে দাবি দাবা সেই নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির যে পুরোনো কমিটি সেই কমিটি ভেঙে নতুন করে ৩০জনকে নিয়ে সদ্য আবার এক নতুন কমিটি গঠন করা হয় বলে খবর। যেমন এই নতুন কমিটিতে মুখ্য-উপদেষ্টা মুকুল উপাধ্যায় ও সমিতির সভাপতি ভোলা সিং, সমিতির সম্পাদক সুভাষ মহাজন সহ মোট ৩০জনকে নিয়ে এই কমিটি গঠন হয়।
এই নতুন যে ৩০জনের কমিটি গঠনের ফলে তাদের যে হিন্দুস্থান কেবলস কারখানার শ্রমিকদের বিভিন্ন যে দাবি দাবা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আশা এই নতুন কমিটি গঠনের ফলে তারা আগামী দিনে এই এই আন্দোলন ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে এই হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতি যেমন বন্ধ হিন্দুস্থান কেবলস কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমন আবার নিজেদের প্রচেষ্টায় তারা সামাজিক কাজও করে থাকে যেমন ভবঘুর ও বৃদ্ধ বৃদ্ধা দের নিয়ে তারা তৈরি করেছে বৃদ্ধাশ্রম।
Social