টুডে নিউজ সার্ভিস, গুড়াপঃ গোপন সুত্রে খবর পেয়ে গুড়াপ পুলিশের আচমকা হানা জুয়ার আসরে। হাজিগড় এলাকায় মাঠের মধ্যে চলছিল জুয়া’র আসর। সুত্র মারফৎ খবর আসে গুড়াপ থানার পুলিশের কাছে। গুড়াপ থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে আচমকা হানা দেয় পুলিশ জুয়ার আসরে। বেশ কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। যদিও শেষ অবধি ৮ জনকে ধরে ফেলে পুলিশ। লক্ষাধিক টাকা সহ ওই ৮ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর গুড়াপ থানা এলাকায় জুয়া আসর বসেছিল বলে অভিযোগ আসছিল বেশকিছু দিন ধরে। গোপন সূত্রে খবর পাবার পরেই গুড়াপ থানার পুলিশের একটি দল সেখানে হানা দেয়।