সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ হনুমানের তাণ্ডবে আহত এক প্রৌঢ়া।মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গায়ত্রী পান নামে ঐ প্রৌঢ়াকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরও কয়েকজন আহত হন দুর্গাপুর ইস্পাত আবাসনের বিদ্যাপতী এলাকায়। জানা যায়, এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মাথায় গুরুতর চোট পান এবং অচৈতন্য হয়ে পড়ে যা সে সিসি ক্যামেরাতে ধরা পড়ে সেই ছবি । তাকে ভর্তি করা হয় দুর্গাপুর গান্ধী মোড়ের কাছে বেসরকারি হাসপাতালে।
বৃদ্ধার ছেলে প্রসেনজিৎ পাল দুর্গাপুর বনদপ্তর এবং দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন। হনুমান তার মাকে ধাক্কা দিচ্ছে তার সিসিটিভি ফুটেজ দেখান। তবে হনুমানের এই উপদ্রবে অতিষ্ট হয়ে পড়ছে এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কে এলাকাবাসীরা। বন দফতর আধিকারিকের বক্তব্য, হনুমানের উপর নজর রাখা হচ্ছে।