টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৭৫তম স্বাধীনতা দিবস জেলাশাসকের দপ্তরে জাকজমকভাবে পালন করা হলেও একদম জেলাশাসকের দপ্তরের সামনেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আবক্ষ মূর্তি। আর সেই মূর্তিই অবহেলিত হয়ে পরেছিলো এদিন। তার গলায় কেউ মাল্যদান করেনি।অবশেষে পূর্ব বর্ধমান জেলার সাংবাদিক বন্ধুরা এগিয়ে এসে নিজেদের উদ্যোগে নেতাজী সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করেন। গোটা রাজ্য জুড়ে চলে স্বাধীনতা দিবস পালন রাজনীতি থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব বিভিন্ন জায়গা পালিত হচ্ছে ।
কিন্তু বর্ধমান শহরে মূলকেন্দ্র কার্জন গেট এবং প্রশাসনিক ভবনের সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে নজর পড়লো না, কিন্তু সকাল থেকে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক খোকন দাস। তবুও নেতাজির গলায় মালা পরল না। অবশেষে পূর্ব বর্ধমান জেলার সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে পড়ানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা।
Social