টুডে নিউজ সার্ভিস, হলদিয়াঃ সাতসকালে পথদুর্ঘটনায় মারা গেল এক ওষুধ ব্যবসায়ী। মৃতের নাম জয়ন্ত মান্না। বয়স ৫৭ বছর। ঘটনাটি ঘটেছে হলদিয়ার দুর্গাচক থানা এলাকার গিরিশ মোড়ে। হলদিয়া মেছাদা জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে । সাইকেল করে যাওয়ার পথেই পিশে দিয়ে যায় গ্যাসের একটি গাড়ি। গিরিশ মোড় চার মাথার মোড়। যেখানে সকাল থেকে বড় বাজার বসে। বহু মানুষের জনসমাগম হয় ।কোন ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। জানা যায়, জয়ন্ত বাবু সকালবেলার সাইকেল করে ঔষধ দোকান খুলতে যাচ্ছিলেন। গিরিশ মোড়ের উপরে দুটি বাম্পার রয়েছে। দুর্গাচকের দিক থেকে দ্রুতগতিতে আসা গ্যাস ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিশে দিয়ে চলে যায়। জনবহুল থাকার ফলে গাড়িটা ধরা পড়ে যায়। ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ এসে দেহ নিয়ে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। গ্যাসের ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
Check Also
মন্তেশ্বরে দুয়ারে সরকার নিয়ে প্রস্তুতি বৈঠক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নবম পর্যায়ে দুয়ারে সরকারের কর্মসূচি। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন …
Social