টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শহরবাসীকে সচেতন করতে পথে নামলো পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। করোনা মহামারি শুরু হতেই সরকারি গাইড লাইন অনুযায়ী শুরু হয়েছে আংশিক লকডাউন। বুধবার বর্ধমানের প্রানকেন্দ্র কার্জগেট চত্বর সহ শহরের বিভিন্ন জনবহুল জায়গায় পথচলতি মানুষ সহ ব্যবসাদারদের মাইকিং করে করোনা সচেতনতার বার্তা দিলেন জেলা ট্রাফিক পুলিশ। পাশাপাশি পথচলতি মানুষদের মাস্কও বিতরন করেন। এদিন ট্রাফিক ওসি ছোটেলাল প্রসাদ পথচলতি মানুষদের বার্তা দেন বাড়িতে থাকুন সুস্থ্য থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন, সকলে মাস্ক পড়ুন ও স্যানিটাইজার ব্যাবহার করুন। টোটোচালক বা রিক্সা চালকদেরও সচেতনতার বার্তা দেন। ব্যবসাদারদের উদ্দেশ্যে বলেন সরকারি গাইডলাইন মেনে দোকান খোলা ও বন্ধ রাখুন।
Social