রাহুল রায়, কাটোয়াঃ লডাউনের মধ্যেই ৬ টি বাসে চুরি ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। সোমবার বাস মালিকরা বাস দেখতে আসার পরেই দেখেন বাসের গেট খোলা অবস্থায় রয়েছে। বাসের ভেতরে গিয়ে দেখতে পায় বাসের সিটগুলো খোলা রয়েছে,তারা সেই সিটগুলো খোলে দেখতে পায় বাসের লোহার সরঞ্জামগুলি নেই। তাদের ধারণা বাস থেকে সব লোহার সরঞ্জামগুলি চুরি হয়ে গেছে। তারপর তারা কাটোয়া থানাতে ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাটোয়া থানার সিভিক পুলিশরা।
Check Also
বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …