দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ঘোষণা করে দিল রাজ্য সরকার ৷ শনিবার নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করেন ৷ সেখানে তিনি আগামী ৩০ মে পর্যন্ত করোনা মোকাবিলায় একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তাতে স্পষ্ট করে দেওয়া হল যে জরুরি পরিষেবা ছাড়া আর সব কিছুর উপরই আগামী দু’সপ্তাহে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হল ৷
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। রোজই রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা । সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে অনেক গুন। রবিবার বেলা ১০ টার পর থেকেই বন্ধ দোকান পাঠ। হাতে গোনা কয়েকটি দোকান খোলা থাকলেও সাংবাদিকদের ক্যামেরা দেখেই তৎপর হয়ে বন্ধ করে দেয় দোকানদার নিজেই। বাঁকুড়ার জেলার ইন্দাস, নাড়ারা, আকুই, সাহসপুর সহ বিভিন্ন জায়গায় লকডাউনের প্রথম দিনে কার্যত জন্যশূন্য। কিন্তু এর মধ্যেই বাঁকুড়া পূর্ব বর্ধমান সিমান্তে বাঁকুড়া জেলার নাড়রা বাজারে এক মুদির দোকানে সরকারি নিয়ম অগ্রাহ্য করে সকাল ১০ টার পর দেকান খুলে মাল বিক্রয় করতে দেখা যায়। এমন কি ক্রেতাদের মাস্কও নেই।
Social