টুডে নিউজ সার্ভিস, ধনিয়াখালিঃ রেল লাইনের পাশ থেকে স্বামী-স্ত্রীর মৃতদের উদ্ধার ঘিরে চাঞ্চ্যল ছড়াল ধনিয়াখালিতে। হাওড়া-বর্ধমান কর্ড শাখার ধনিয়াখালি হল্ট ও শিবাইচন্ডী স্টেশনের মধ্যবর্তী এলাকার লাইনের পাশ থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
প্রাথমিকভাবে জিআরপি সূত্রে জানা গেছে, মোটামুটি রাত ১.৪৫ মিনিট নাগাদ ডাউন দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস যখন পাশ হচ্ছিল, সেই এক্সপ্রেস থেকে পড়ে যান বেলগাছিয়ার ওই দম্পতি। ওত রাতে কিভাবে তারা পড়ে গেল তা খতিয়ে দেখছে জিআরপি।
ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Social