বলরাম সাহা, বর্ধমানঃ একুশের নির্বাচনের জয়ের তিনমাসের মধ্যেই প্রতিশ্রুতিমতো প্রকল্প রূপায়ণ করলেন মুখ্যমন্ত্রী। এবার দুয়ারে রেশন প্রকল্পের তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তেহারে এই দুয়ারে রেশন প্রকল্প চালুর কথাও বলেছিলেন তিনি। এবার সেই কথা রাখলেন এবং এদিন পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হল পূর্ব বর্ধমানের রায়নার বিভিন্ন এলাকায়।
রায়না ১ ব্লকের কোনাকৃষ্ণপুর এলাকার উপভোক্তারা এখানে আসেন এবং রেশনের সামগ্রী নিয়ে যান। রেশন ডিলাররা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। এটা একটা পাইলট প্রোজেক্ট। আজ আমরা উপভোক্তাদের চাল, গম, আটা, চিনি দিলাম। পাশাপাশি রেশন নিতে আসা এক উপভোক্তা জানান, আগে আমরা রেশন দোকানে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতাম। কখনও বা হয়রানির শিকার হতাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে আমরা সবাই খুশী।
Social