রমা চ্যাটার্জি, দক্ষিন দিনাজপুরঃ রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব। করোনা আবহে উৎসবের মেজাজে খামতি নেই। মঙ্গলবার ভোর থেকে সেই চিত্র ধরা পরল বুনিয়াদপুর সরাই হাটে। বহু প্রাচীন এই সরাই হাট। ভারত বর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এই হাটের খ্যাতি আছে। তিন জেলার দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতা এই হাটে সমাগম হয়। গরু ছাগল হাঁস মুরগি থেকে আলপিন পর্যন্ত মেলে এই হাটে। মঙ্গলবার ভোর থেকেই কেনা বেচা শুরু হয়েছে চলবে সন্ধ্যা পর্যন্ত।
এদিন ঈদের হাট যেন জনজোয়ার। মাস্কের তোয়াক্কা না করে ক্রেতারা ঈদের সামগ্রী কেনাকাটায় ব্যস্ত। গরু, ছাগল , মুরগি হাটে পা ফেলার যো নেই। লাচ্ছা , নারকেল, মসলা ও আতর কিনতে ভিড় দেখা গেছে। নতুন জামা-কাপড় কিনতে পুরুষ ও মহিলাদের ভিড় ছিল লক্ষণীয়। বুধবার এলাকার বহু মুসলিম সম্প্রদায় সকাল হলে নামাজ পড়ে ঈদ উৎসবে শামিল হবেন।
Social