টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষাণ নিধি প্রকল্পের সুবিধা চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। তবে কৃষাণ নিধি প্রকল্পের সুবিধা চালু হলেও বহু কৃষক এখনও এই আওতায় আসেনি। অ্যাকাউন্টে টাকাও ঢোকেওনি।
এই বিষয়ে বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শেখ চাঁদু বলেন, তার ব্লকে মাত্র ৩০ জন কৃষকের একাউন্টে ২ হাজার টাকা করে ঢুকেছে। আবেদন করেছিলেন ১,৮৪৭ জন কৃষক।তার মধ্যে এ্যাপ্রুভাল হয়েছে ৭৩৮ জন কৃষকের নাম। এর মধ্যে আপাতত ৩১৩ জন কৃষকের একাউন্টে দু’হাজার করে টাকা ঢুকবে।বর্ধমান ১ নম্বর ব্লকের কৃষি কর্মাদক্ষ্যের হাত দিয়ে এদিন শনিবার এলাকার চাষীদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি তুলে দেওয়া হলো। কৃষি কর্মাধ্যক্ষ শেখ চাঁদু এদিন ৬০ জন কৃষকের হাতে চিঠি তুলে দেন। উপস্থিত ছিলেন অন্যান্য কর্মাধক্ষরা। এই প্রকল্প আগামী দিনেও সমস্ত চাষীর হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ব্লক অফিস থেকে এই কাজ করা হবে।
Social