শ্রাবনী ঘোষ, কালনাঃ পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ নিজের মাতৃবিয়োগের পর এলাকার মহিলাদের কথা ভেবে নিজের মায়ের নামে একটি সেলাই প্রশিক্ষণ শিবির ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর এলাকায় তাঁর মায়ের নামে তৈরির লাবণ্য প্রভা সেলাই প্রশিক্ষণ সেন্টারে কর্মরত মহিলারা বর্তমানে মাস্ক তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন, করোনা পরিস্থিতিতে বর্তমানে সব থেকে বেশি চাহিদা মাস্কের আর রাজ্যে মাস্কের চাহিদা পূরণের জন্য মন্ত্রী স্বপন দেবনাথের দেওয়া অর্ডারে নাওয়া খাওয়া ভুলে মাস্ক তৈরিতে ব্যস্ত সেলাই প্রশিক্ষণ সেন্টারে কর্মরত মহিলারা। করোনা পরিস্থিতিতে অনেকেরই বাড়িতে পরিবারে আর্থিক অনটন রয়েছে, মাস্ক তৈরি করে উপার্জনের কিছু পয়সা পরিবারে দিতে পেরে অনেকটাই সাহায্য হচ্ছে পরিবারের বলে জানাচ্ছেন এখানে কর্মরত মহিলারা। মাথা পিছু দু’টাকা করে মজুরি পাচ্ছেন তাঁরা। দিনের শেষে কারও দেড়শো টাকা কারও একশো আশি টাকা এমনকি দুশো টাকা পর্যন্ত কাজ করছেন স্থানীয় মহিলারা। আঠারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মহিলারা এই সেলাই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেওয়ার পরে অনেকে বাড়িতে নিয়ে গিয়েও কাজ করছেন অনেকে, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুবাদেই স্থানীয় মহিলারা কর্মসংস্থানের দিশা পেয়েছেন।
Social