Breaking News

ভারত সংস্কৃতি উৎসবের সাংবাদিক বৈঠক

 

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ শীত মানেই উৎসব আর মেলার মরশুম। ভারত সংস্কৃতি কলা নৃত্যের প্রচার ও প্রসারে শুরু হতে চলেছে ভারত সংস্কৃতি উৎসব। যা এবছর ১৪তম বর্ষে পদার্পন করবে। আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর  বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহে ও ময়দান প্রাঙ্গণে এই উৎসব চলবে এবং দ্বিতীয় পর্বে আগামী ২৩ থেকে ৩০ ডিসেম্বর অবধি বেঙ্গল গ্যালারি, সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহ, আইসিসিআর, কলকাতায় এই ভারত সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। এই বিষয়ে শুক্রবার বর্ধমান টাউন হলে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন  ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, উৎসব কমিটি কার্যকরী সভাপতি অরূপ দাস, সহ অন্যান্যরা। 

এদিন উৎসবের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, গত বছর থেকে শুরু হয়েছে করোনার মহামারীর প্রকোপ সমস্ত কোভিড মেনে এবছর ১৪তম ভারত সংস্কৃতি উৎসবের আয়োজন করছি। সকাল সাড়ে ন’টা থেকে সন্ধ্যা ছ’টা অবধি প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত্রি দশটা অব্দি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছরের ঈশ্বর বাজেট অনেকটাই কম প্রায় ২২ লক্ষ টাকা। পাশাপাশি ১৮ ডিসেম্বর শনিবার এই উৎসবের উদ্বোধন এদিন সকাল সাড়ে ন’টায় এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন বর্ধমান এর সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, পৌরসভার সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্টজনেরা।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *