ঝিলিক দাস, বীরভূমঃ দিন কয়েক ধরেই আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হচ্ছিল। সেই পূর্বাভাস অনুযায়ী বীরভূমে বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের কারণে। আর এই মুষলধারে বৃষ্টির কারণেই জলে জলমগ্ন বীরভূমের বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে হাঁটু সমান জল। অবিরাম বৃষ্টির কারণে সিউড়ি দু’নম্বর ব্লকের বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের তালিতপুর গ্রামের একাধিক এলাকা জলময়। ওই এলাকার নিচু জায়গায় যে সকল বাড়ি রয়েছে প্রতিটি বাড়িতে জল ঢুকে গিয়েছে। আর সেই কারণেই এলাকার বাসিন্দারা চরম অসুবিধায় পরেছে এবং তারা অন্যত্র আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও সিউড়ি দু’নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের ধৈটে গ্রামের নব বাগ্দী নামে এক ব্যক্তির মাটির বাড়িটি বৃষ্টির ফলে যেকোনো সময় ভেঙ্গে পড়ার আশঙ্কায় বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বের করে বাড়ি ছেড়ে সকলে অন্যত্র আশ্রয় নিয়েছেন। নব বাগ্দী বলেন গ্রামের অন্য অনেকে সরকারি ঘর পেলেও আমি এখন কোন ঘর পাননি। বৃষ্টির ফলে যখন তখন ঘর ভেঙে যেতে পারে সেই ভয়েই অন্যত্র মাথা গোঁজার ব্যাবস্থা করছি।
তবে শুধু একটি বাড়ি নয় ওই এলাকার পাশাপাশি আরও ৫ থেকে ৬টি বাড়ি একি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাগাতার বৃষ্টির জেরে।
Social