টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার বিশ্ব পোলিও দিবস। এই দিনটিকে বিশ্বের সর্বত্র পালন করে রোটারি ক্লাব। বর্ধমানেও এদিন সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিন সকালে বর্ধমান পুলিশ লাইন থেকে এই পদযাত্রার সূচনা করেন জেলা পুলিশসুপার কামনাশীষ সেন। শহর ঘুরে এটি শেষ হয় বোরহাটে।পূর্ব বর্ধমানের সাতটি রোটারি ক্লাব এই র্যালিতে অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, পোলিও রোগের প্রকোপ কমলেও তা নির্মূল হয়নি। যতদিন বিশ্বে একটিও কেস আছে আমরা বিপদমুক্ত নই। তাই মানুষকে সচেতন করতে অন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এদিনের আয়োজন।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …