Breaking News

বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছাড়লেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যে বেলাগাম সন্ত্রাস চলছে। তৃতীয়বার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মহিলারা আক্রান্ত হচ্ছেন বলে দাবি করেন বিজেপি নেতা রাজু ব্যানার্জী। সোমবার পূর্ব বর্ধমানের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। তিনি বলেন, নারী পুরুষ কেউ বাদ যাচ্ছে না। এমনকি শিশুরাও আক্রমণের শিকার হচ্ছে শাসকদলের হাতে। বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে আক্রমণের নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

বাংলার মানুষ সন্ত্রাস চায় না,হিংসা পছন্দ করে না।তাই বাংলার মানুষ এখন ব্যথিত। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপির উপর হামলা, আটকাতে তারা রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছেও গেছেন। তারা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শাসকদলের সন্ত্রাসের মোকাবিলা করছে। তাই তারা হাইকোর্টে গেছেন। রাজ্যে মানবাধিকার কমিশনেও জানানো হয়েছে। মানুষের সমর্থন পেয়ে যদি যা খুশী করে তাহলে সব শেষ হয়ে যাবে একদিন। সিপিএমও প্রচুর ক্ষমতা নিয়ে ছিল। কিন্তু আজ সব ধুয়ে মুছে গেছে।

About Burdwan Today

Check Also

প্রবাসী চিকিৎসক হাসপাতালের যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

সেখ সামসুদ্দিন, মেমারিঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *