টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ নিল অঙ্গীকার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ১৫ টি গাছ লাগান অঙ্গীকার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে (বর্ধমান রেঞ্জের) ডি আই জি অরিন্দম সরকার, আশীষ বনিক।
ডি আই জি অরিন্দম সরকার বলেন বর্ধমান অঙ্গীকারের পক্ষ থেকে বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগারে গাছ লাগানো হয়েছে। এর জন্য সকলকে ধন্যবাদ জানান ডি আই জি। সুপারেন্টেন্ড আশীষ বনিক বলেন, একটা গাছ মানে একশো জনের অক্সিজেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানের অঙ্গীকারের পক্ষ থেকে বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগারে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া একটা মহৎ কাজ।
Social