টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বাবুর বাগ শিব শংকর সেবা সমিতি রোডে একটি কাঠের ফার্নিচার দোকানে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে ।দমকলের দুটি ইঞ্চি দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পরিবার সূত্রে জানা যায়, মশা তারাতে ধোঁয়া দিয়েছিলো সেই থেকেই আগুন লেগেছে।দোকানের মালিক ভানু কুণ্ডু মেয়ে পূজা কুণ্ডু অল্প বিস্তর আহত হয়।
Check Also
‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন
টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত …