টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রবল বৃষ্টির জেরে জলাধার থেকে জলছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। তিনদিনে দূর্গাপুর ব্যারেজ থেকে প্রায় দু’লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এতেই দামোদর নদী ফুঁসতে শুরু করেছে। শুক্রবার ৭০,৪৩০কিউসেক, শনিবার ১,২৫,৩৪০ কিউসেক এবং রবিবার ৪৯,৪৫০কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে বলে ডিভিসি সূত্রে খবর।
এই মুহুর্তে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, দামোদর নদীর জলের স্তর ২৭.৬৯মিটার রয়েছে বিপদজনক স্তর থেকে প্রায় ৫মিটার কম।
Social