নিখিল কর্মকার, নদীয়াঃ নদীয়ার চাকদহ জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার নিষ্ঠার সঙ্গে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। বিগত বছরের থেকে এই বছর অনেক আলাদা ভাবে পালন করা হচ্ছে। তার কারন এই করোনা মহামারী পরিস্থিতির জন্য সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এই স্নানযাত্রা পালন করা হচ্ছে।
প্রতি বছর এই মন্দিরের মাঠে বহু ভক্ত সমাগম হয় ও মেলা বসতো এবং এই মাঠে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হত কিন্তু এবার রাজ্য সরকারের বিভিন্ন নিয়ম মেনে মন্দিরের ভিতরে করা হচ্ছে। মন্দিরের পক্ষ থেকে ভক্তদের আগামী দিনে জীবন আরো সুন্দর হক এবং এই মহামারী পরিস্থিতির দূরে সরে যাক এই টাই জগন্নাথ দেবের কাছে সকলের প্রার্থনা।
Social