টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হলেও পিছিয়ে নেই বঙ্গ বিজেপি। আসন্ন পুর ভোটের জনাদেশ আদায় করতে কোমর বেঁধে নেমে পড়েছে পদ্ম শিবির। এমতো অবস্থায় ৫২নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী কামিনী সামতানি নিজের এলাকায় ভোট প্রচার সারলেন। প্রণাম করে হাত জোড় করে চাইলেন মানুষের আশীর্বাদ। জয়ের নিশ্চিত হয়ে কামিনী দেবী বলেন, ভোটে জিতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির দিকে প্রথম লক্ষ্য দেবো ও জমা জল পরিষ্কার করাও থাকবে কর্মসূচির মধ্যে।
Check Also
‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন
টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত …