তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ ফের বুধবার নবগ্রামে গণধর্ষনের ঘটনার তদন্তে সিবিআই-এর প্রতিনিধির দল। বুধবার প্রথমে নবগ্রামের রায়েন্ডি গ্রাম হয় অমৃতকুণ্ড গ্রামে ঘটনাস্থলে পৌঁছন। আবারও এদিন তদন্তে আসে সিবিআই প্রতিনিধি দল।
সূত্রের খবর, গত ৯ মে মুর্শিদাবাদের নবগ্রামের রায়েন্ডি গ্রামে মামার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় অমৃতকুন্ডু এলাকায় গনধর্ষণের শিকার হয় এক কিশোরী। সেই ঘটনার তদন্তে নবগ্রামে সিবিআই-এর প্রতিনিধি দল। ঘটনাস্থলের আবারও নমুনা সংগ্ৰহ করতে তদন্তকারী দল।
Social