গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়া ২ ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় দুয়ারে রেশন কর্মসূচি শুরু হল বুধবার। এদিন দুয়ারে রেশন কর্মসূচির পরিদর্শন করেন কাটোয়া ২ ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, ব্লকের ফুড ইন্সপেক্টর সৈকত দেবনাথ সহ আরও অন্যান্য অফিসাররা। উপস্থিত ছিলেন রেশন ডিলার সজলানন্দ রায়, পঞ্চায়েত সদস্য রেখা বাগ, গ্ৰাম কমিটির সভাপতি চিরঞ্জীব রায়, গৌতম রেজ। এইদিন ৫০ জন আদিবাসী পরিবারকে রেশনের চাল, গম দেওয়া হয়। এলাকার মানুষেরা রেশনে ভালো চাল, গম পাচ্ছে কি না সেই বিষয়ে রেশন ডিলারের সাথে কথা বললেন বিডিও ও ফুড ইন্সপেক্টর। এলাকায় বিডিও ও ফুড ইন্সপেক্টর আশাতে এলাকার মানুষেরা খুব খুশি।
Social