টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আটকে থাকা ১২ চাকার লরিকে সিভিক ভলেন্টিয়ার ও পৌরসভার কর্মীকে রীতিমতো হুমকি দেখিয়ে পার করলো গাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বর্ধমানের প্রানকেন্দ্র গার্জনগেটে ট্রাফিক সিগন্যালে। এদিন ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে থাকা গাড়িকে আটকানোর সময় লাল পালসারে আসা সেখ বাপী সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পৌরসভার কর্মীকে রীতিমতো চমকে গাড়িটিকে পার করিয়ে দেয়। তারপরেই সিগন্যালে আসতেই থানাকে টাকা দিই এমনি অভিযোগ উঠতেই সেখ বাপিকে ট্রাফিক পুলিশ ধরে ফেলে। রীতিমতো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। সেখ বাপীকে আটক করে বর্ধমান থানার পুলিশ। সুত্রে জানা গিয়েছে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Social