নিখিল কর্মকার, নদীয়াঃ করোনা সংক্রমণ যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। রানাঘাট জুড়ে কার্যত অক্সিজেন সিলিন্ডারের হাহাকার রানাঘাট অক্সিজেন সিলিন্ডারের ডিস্ট্রিবিউটরের কথা অনুযায়ী এমনিতেই বিভিন্ন নার্সিংহোমে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। কলকাতায় অনেক লাইন দিয়ে তাদের অক্সিজেন সিলিন্ডার আনতে হচ্ছে। এই অবস্থায় গোদের ওপর বিষফোঁড়া মতো দেখা দিয়েছে সাধারণ মানুষের অক্সিজেন সিলিন্ডার নেওয়ার জন্য ব্যাকুলতা। সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য বলে মনে করছেন রানাঘাট শহরের অক্সিজেন সিলিন্ডারের কারবারিরা।
Check Also
২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাল পুটশুড়ির সুব্রত স্মৃতি সংঘ
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিদ্যার দেবীর আরাধনা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব …
Social