টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বুধবার দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্কে ছট পুজোয় শামিল হয়ে সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানালেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। তিনি বলেন গত কয়েকদিন আগে রাজ্যে দুর্গোৎসব পালিত হয়েছে। মা দুর্গার কাছে সকলেই আবেদন করেছিলেন যাতে করোনা থেকে সকলে মুক্তি পায় এবং সবাই যাতে পুনরায় নিশ্চিন্তে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারপরেই রাজ্যজুড়ে কালী পুজোয় মেতে ওঠেন সকলে। বাঙালিরা যেমন দুর্গাপুজোয় মেতে ওঠেন তেমন হিন্দিভাষী মানুষেরাও ছট পুজো মেতে ওঠেন। দুর্গাপূজা কালীপূজা যেমন হিন্দিভাষী মানুষেরাও মেতে ওঠেন তেমন ছট পুজোর অনুষ্ঠানে বহু বাঙালি যোগদান করেন। সকলেই সবার অনুষ্ঠানে যোগদান করেন। আবার বড়দিনের সময় খ্রিস্টান ধর্মের মানুষদের সাথে ও হিন্দিভাষী মানুষেরা এবং বাঙালিরাও যোগদান করে। এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের কালচার। আমরা সবাই সবার অনুষ্ঠানে যোগদান করি এখানে সব ধর্মের মানুষ এক হয়ে অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠান সফল করে।
এই সম্প্রীতি যারা নষ্ট করবার চক্রান্ত করে ঈশ্বর তাদের তাদের খতম করে দেয়। ছট মায়ের কাছে সবাই এটাই আবেদন করুন যাতে দ্রুত সবাই করোনা থেকে মুক্ত হয় এবং আবার স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে।
Social