টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ কাগজের এক ফিট দূর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির এক ছাত্র। জলপাইগুড়ি মার্চেন রোডের বাসিন্দা নাম আদিত্য সিং সোনাউললা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে। মূল উপকরণ হিসেবে লেগেছে কাগজ। এছাড়াও তুলি, রং, রাংটা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করেছে এই ধরনের ছোট্ট প্রতিমা। সময় লেগেছে দুমাস।এরপরে মাটির মূতি একটি তৈরি করার ও চিন্তা রয়েছে বলে জানান ওই ছাত্র।
Check Also
দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা সাইবার সেলের …