টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার বর্ধমান সেন্ট্রাল জেলের ৯ জন কয়েদিকে মেডিকেল কলেজে কো-ভ্যাকসিন দেওয়া হল। করোনা যেভাবে বাড়ছে তাতে সমস্ত প্রশাসনিক মহলেও পরেছে করোনা আতঙ্কের থাবা।একের পর এক সরকারি আধিকারিকের থেকে শুরু করে মেডিকেল কলেজের সুপারও করোনা আক্রান্ত হয়েছেন। তাই জেলের কয়েদিদের মধ্যে সংক্রমণ রুখতে তাদের টিকাকরনের কাজ শুরু হলো। রবিবার কয়েকজন কয়েদিদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় । সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এই কাজ করা হয়। বাকিদের একই ভাবে সোমবার মেডিকেল কলেজে নিয়ে গিয়ে টিকাকরণ করানো হয় ।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …