টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পরীক্ষার এডমিট কার্ড না পেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন পড়ুয়ারা। পরীক্ষার দিন ঘোষণা করা হয়ে গেলেও এখনও এডমিট কার্ড হাতে পাননি ১৫০ জন পড়ুয়া। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। এডমিড কার্ড না পেলে রেজাল্ট পেতে সমস্যা হবে। এমন আশঙ্কা করে এডমিটের দাবি করে বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান তাঁরা।
এদিন হুগলি ইটাচুনা কলেজ থেকে কয়েকজন পরীক্ষার্থী অবস্থান বিক্ষোভে সামিল হন। এক পরীক্ষার্থী মানসী ঘোষ বলেন, তৃতীয় সেমিস্টারে পরীক্ষার জন্য এডমিড কার্ড না পাওয়ায় আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাই। আমাদের পুরোনো এডমিড কার্ডের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা দিতে বলা হয়। পরে নতুন এডমিড দেওয়ার কথা বললেও এখনো তা দেওয়া হয়নি। তাই এডমিড না পেলে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে এলে আমাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে জানান তিনি।
Social