নিখিল কর্মকার, নদিয়াঃ বিধ্বংসী ঝড় ইয়াশ পরবর্তী আবহাওয়া দপ্তরে রিপোর্টনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে নদিয়ার শান্তিপুর এলাকার বিভিন্ন জায়গায় লন্ডভন্ড করে দিয়ে গেল বিধ্বংসী ঝড়। ৪-৫ টি গ্রাম মিলে শতাধিক ঘরবাড়ি পোল্ট্রি ফার্ম এবং গাছপালা ভেঙে তছনছ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। এছাড়াও চাকদাহের বিভিন্ন এলাকার পাশাপাশি চাকদা পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এবং চাঁদুড়িয়া এক নম্বর জিপির গঙ্গাপ্রসাদপুর ও পোয়াডাঙ্গা মুকুন্দপুরে ঝোড়ো হাওয়ার সাথে অতিভারী বৃষ্টি শুরু হয়। বুধবার ইয়াসের বিধ্বংসী আঘাতের হাত থেকে কার্যত রেহাই পেয়েছিল নদিয়াবাসী। ফলে বিপদ কেটে গিয়েছে ভেবে অনেকটাই নিশ্চিন্ত ছিল জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষজন। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে বৃহস্পতিবার ভোর রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি চাকদহ পৌর সভার দশ নম্বর ওয়ার্ড সহ চাঁদুড়িয়া এক নম্বর জিপির গঙ্গাপ্রসাদ পুর ও পোয়াডাঙ্গা মুকুন্দপুর এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত। যার দাপটে আংশিক ক্ষতিগ্রস্ত হয় দশ থেকে পনের টি বাড়ি। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় তিরিশ টি বাড়ি। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে যান চাকদহ ব্লক আধিকারিকেরা সহ স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আপাতত পরিস্থিতি সামাল দেয়ার জন্য এলাকাবাসীর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল বিতরণ করা হয়। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন প্রশাসনের কর্তারা।
Social