বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নাদীয়ার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত চলে চোরা কারবারি। বিকেল আনুমানিক ৪ কেজি গাঁজা সমেত এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল নদীয়ার ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। জানা যায় ধৃত প্রশান্ত বিশ্বাসের বাড়ি নিলুয়া। সূত্র অনুযায়ী এলাঙ্গী ব্রিজের দিক থেকে গাঁজা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। কিন্তু ধৃত কতদিন ধরে এই গাঁজার ব্যবসা করছে এবং কোথায় কোথায় এর সাপ্লাই করে তা এখনও স্পষ্ট নয় । তবে কে বা কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা তদন্ত সাপেক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।।
Check Also
মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …
Social