রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ শহর কিংবা আবাসন গুলিতে মহিলাদের দ্বারা পুজো এখন অহরহ দেখা যায়। কিন্তু তা বলে গ্রাম কিংবা শহর লাগোয়া গ্রামগুলির মহিলারা যে পিছিয়ে আছে তা ভাবলে ভুল ভাবা হবে। যার বড় উদাহরণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দক্ষিন খানপুর এলাকার মহিলা বৃন্দ ” দক্ষিন খানপুর পূজা কমিটি”। ১৯ বছর ধরে চলে আসা এই পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে সংগ্রহকারী এমনকি ক্লাবের সম্পাদক সভাপতিও মহিলা। প্রতি বছরের মতোই মহিলা বৃন্দ ” দক্ষিন খানপুর পূজা কমিটি”র উদ্যোগে এবারও বাংলার ঘরের মেয়ে উমার আরাধনা সম্পন্ন হবে মহাসমারোহে। প্রতিবছর এই পুজোর জাঁকজমক যে কোনো শহরের পুজোতে টেক্কা দিতে পারলেও করোনা আবহে এবছর পুজোর পরিধি কিছুটা কমাতে বাধ্য হয়েছেন পুজো উদ্যোক্তারা।
এবছর সম্পূর্ণ করোনা বিধিকে মাথায় রেখে পুজো করবেন এই পুজো কমিটির সদস্যরা। এবছর পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তার বদলে উদ্যোক্তারা এবছর বস্ত্রদান ও দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী প্রদানের মধ্যে দিয়ে তাদের পুজোর আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন। এই পুজোর প্রতিমা সম্পূর্ণ এক কাঠামোতে তৈরি হয়। পুজো হয় বৈষ্ণব মতে।মহিলা পরিচালিত এই পুজো কমিটির ডাকের সাজের প্রতিমা এবছর দর্শকদের মন কাড়বে বলে আশা প্রকাশ করেছন উদ্যোক্তারা।
Social