Breaking News

বাড়ল ধানের সহায়ক মূল্য

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলায় এবার সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।  সেইসঙ্গে বাড়ানো হয়েছে ধানের সহায়ক মূল্যও।  ধান বিক্রি ও কিনে নিয়ে বৈঠক হয় পূর্ব বর্ধমানের জেলা শাসকের অফিসে জেলার রাইস মিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্মা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। 

 বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান,  এবারে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১৮৬৮  টাকা থেকে বেড়ে  ১৯৪০ টাকা করা হয়েছে।  পাশাপাশি এবারে ধান কেনার লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। চলতি খারিফ মরসুমে ৬ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  এর মধ্যে এফসিআই কিনবে ৭০ হাজার  মেট্রিকটন। এনিয়ে  তিনি উষ্মা প্রকাশ করে চাষিদের  উপর কেন্দ্রীয়  সরকারের বঞ্চনার অভিযোগ করেন। তিনি জানান, জেলার ১১৫ টি রাইস মিল,  ৪৮ টি স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষি সমবায় সমিতিগুলির   মাধ্যমে  কৃষকদের কাছ থেকে  ধান কেনা হবে। এ নিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য রাইস মিলগুলিকে ইতিমধ্যেই জানানো হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করাতে শস্যগোলা পূর্ব  বর্ধমান জেলা রাজ্যের মধ্যে প্রথম। এখান থেকে ১৮ টি জেলায় চাল পাঠানো হয়। জেলায় এবারে  ৩ লক্ষ ৬৯ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।  ১৮ লক্ষ ৩৯ হাজার মেট্রিক  টনের বেশি  ধান উৎপাদনের সম্ভবনা  রয়েছে। গত সোমবার থেকেই সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে।

About Burdwan Today

Check Also

নবদ্বীপের রাসের শোভাযাত্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল বড় শ্যামা মায়ের মূর্তি

টুডে নিউজ সার্ভিসঃ নবদ্বীপের বিখ্যাত রাসযাত্রা। সেই রাসযাত্রা উপলক্ষ্যে শোভাযাত্রা বেরোয়। আর সেখানেই ঘটে গেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *