Breaking News

ফের মুথুট ফাইন্যান্সে লুট, তদন্তে পুলিশ

সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ ফের আসানসোলের বেসরকারী ঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইন্যান্সে লুট। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মূর্গাসল শাখায় মুথুট ফাইন্যান্সে লুটপাট চালালো ৪ দুষ্কৃতী তাদের প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। সোনার গয়না এবং টাকাপয়সা লুট করে নিয়ে যায় তারা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

About Burdwan Today

Check Also

শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *