Breaking News

জলাশয়ের ধারে ছট পুজোর প্রথম সূর্য প্রণাম

 

 

 বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বংশপরম্পরায় হিন্দি বলয় থেকে বহু আগে এ রাজ্যে বাস করার সুবাদে বর্তমানে বাঙালি হয়ে গেলেও তাদের প্রধান উৎসব ছট পূজা।  বাড়তি উন্মাদনা যোগায় এই ছট পূজাতে। চারদিন সম্পূর্ণ নিরামিষ আহার করে এবং পুজোর আগে পর্যন্ত উপোস থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন  এই পুজো। ঠেকুয়া কুলো ডালায় সাজিয়ে, বাজনা সহ করে জলাধারে সূর্যদেবের প্রণামের উদ্দেশ্যে পৌঁছান তারা। ঈশ্বররুপী সর্বশক্তিমান সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে প্রদীপ জ্বালিয়ে ফিরে আসেন প্রথম দিন। এরপর পরের দিন সকালে সূর্যদেবকে পাটে ওঠার আগে, এভাবেই পুজো দিয়ে সমস্ত ফলপাকুড় এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রসাদ হিসাবে বিতরণ করে থাকেন। দীর্ঘ চারদিন নিরামিষ খাওয়ার পরে, বৃহস্পতিবার আঁশমুক্ত হওয়ার উদ্দেশ্যে, আমিষ খাওয়ার রীতি প্রচলিত।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *