চিত্রঃ সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত |
টুডে নিউজ সার্ভিস, ছাতনাঃ সকালে নাগাদ ছাতনা দুবরাজপুরের কাছে একটি নির্মীয়মান দোতলা বাড়িতে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলেন বছর ৪৮ এর কার্তিক বাউরি। বাড়ি দুবরাজপুরেই। স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার এক ব্যক্তি এখানে জায়গা কিনে ঘর ভাড়া দেওয়ার জন্য দোতালা বানাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ নিকটবর্তী ইলেকট্রিক ডিপার্টমেন্টে না যোগাযোগ করেই বাড়ির নির্মাণের কাজ চালাচ্ছিলেন বাড়ির মালিক। বাড়ির পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ তারে হাত লেগে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
ঘটনার খবর পেয়ে বাড়ির মালিক পলাতক। নির্মীয়মান বাড়িটিতে তিনজন নির্মাণ কর্মী কাজ করছিলেন তাদের মধ্যে একজন শর্ট সার্কিটে পড়তে দেখে বাকি দুজন কর্মী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ এবং স্থানীয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসাররা। দেহটিকে উদ্ধার করে সরবেড়িয়া হসপিটালে পাঠানো হয়েছে।
Social