গৌড়নাথ চক্রবর্ত্তী, কাটোযাঃ কাটোয়া হাসপাতালের জেনারেটর রুমের পাশেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। অল্পের জন্য রক্ষা হাসপাতাল চত্বরে থাকা মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে কাটোয়া হাসপাতালের মূল বিল্ডিংয়ের কিছুটা দূরে জেনারেটর রুমের পাশে একটি গোডাউনে রান্না করছিল কয়েকজন ঠিকাদারের কর্মী। আচমকা সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন লাগা সিলেন্ডার বাইরে বার করার পরেই তা বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ফেটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social