বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সন্দেহভাজন তিন বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। নদীয়ার ভীমপুর থানার গাঠরা ক্যাম্পে- নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত গাটরা ক্যাম্পের এলাঙ্গী ব্রিজের কিছুটা দূর থেকে রাত্রে তিনজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায়, ডিউটিতে থাকা এসআই নিলরতন ঘোষ এবং তার কনস্টেবলরা। সন্দেহ হয় তাদেরকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানায় তারা তিনজনই বাংলাদেশের বাসিন্দা, পাসপোর্ট এবং কোনরকম বৈধ কাগজপত্র না নিয়ে সম্পূর্ণ অবৈধ ভাবে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।