Breaking News

সন্তানের জন্মদিনে রক্তদানের আয়োজন দম্পতির

 

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জন্মদিনের অনুষ্ঠান শুধু জাকজমকের মধ্যে দিয়ে নয় মানুষের সেবাও যে একটা পরম ধর্ম এবং সে ধর্ম রক্তদানের মত মহৎ উদ্দেশ্যের মাধ্যমেই  সাধন করা সম্ভব আরেকবার প্রমান করলেন পোলেমপুরের বাসিন্দা শুভ্র ঘোষ ও সুপর্ণা ঘোষ। তাদের একমাত্র পুত্র অর্নেশ-এর জন্মদিন উপলক্ষে রবিবার পোলেমপুরে তারা এক রক্তদান শিবির আয়োজন করে। স্বেচ্ছাসেবী সংস্থা হেলপের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে  ৫০ জন রক্তদান করে। এদিনের এই অনুষ্ঠান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি অলোক মাঝি, বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন শিবির উপলক্ষে রক্তদাতাদের গাছের চারা প্রদান করা হয়।

   এদিনের প্রসঙ্গে সুপর্ণা ঘোষ বলেন, রক্তদান জীবন দান তাই মানুষকে সচেতন করতে আমরা এই শিবির আয়োজন করেছি আমাদের বিশ্বাস আগামী দিনে অনেকেই বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে রক্তদান করতে উৎসাহী হবে এবং উদ্যোগী হবে। তবে যার জন্য এই অনুষ্ঠান সেই ছোট্ট অর্নেশ এসব কিছুই  বুঝছে না, এত লোক দেখে দাদুর কোলে থেকে তার একটাই কথা ‘হ্যাপি বার্থডে’। এই শিবির নিয়ে রক্তদাতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে হাসিবুল শেখ খুনে গ্রেফতার আরও ২

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *